সমতা নয় বরং ন্যায্যতা প্রয়োজন ।

সমতা নয় বরং ন্যায্যতা প্রয়োজন ।যেখানে; নারীদের অধিকার সমান নয় বরং কোথাও বেশি কোথায় কম অর্থ্যাৎ যেখানে যেরকম প্রয়োজন সেখানে সেরকমটাই ন্যায্য ভাবে আদায় হওয়া উচিত ।

কারণ পৃথিবীর জন্ম লগ্ন থেকেই নারী ও পুরুষ একে অপরের পরিপূরক কিন্তু সমান নয়, কোথাও পুরুষ এগিয়ে আবার কোথাও নারী এগিয়ে । আর সেটাই হওয়া উচিত নিঃসন্দেহে ।

আমরা সিম্পলি ধারণা করতেই পরি যে; যেকোনো জায়গাই দুই বস্তু যদি সমান হয়ে যায় নিঃসন্দেহে তাদের মাঝে আর কোনো বন্ধন সৃষ্টি হয় না (রসায়নের শিক্ষার্থীরা বেশ ভালো বুঝবেন এই বিষয়ে) আর যদি হয়ও সেটাই খুবই দূর্বল বন্ধন থাকে যেটা যেকোনো সময় ছুটে যেতে পারে ।

সুতারাং ধারণা করাই যায় এই আন্দোলন এ মূলে নিঃসন্দেহে সমকামিতার প্রভাব বিস্তার করছে । কারণ স্বামী – স্ত্রী বা নারী পুরুষের যেই বন্ধন এর বিষয় টা ভেঙে দেওয়া যদি করো লক্ষ্য থাকে তাহলে সেটা একমাত্র সমকামিতা গোষ্ঠীর লক্ষ্য ও উদ্যেশ্য । নাহলে তারা এই দেশে একটি স্বয়ং সম্পূর্ণ গোষ্ঠী হিসাবে আত্মপ্রকাশ করতে পারবে না ।

এমনকি এই সমধিকার আন্দোলনগুলোর মাঝেও তাদের প্রতীকী দেখা যায় ।

আমি সহ আমার মত অনেক ব্যক্তিই ভাবে এই সরকারকে অনেক আগে থেকে সাপোর্ট করে শুধু রাষ্টের উন্নতির কথা ভেবে, তার মানে এই না যে এই সুযোগে সরকার এই ধরনের পশ্চিমা কালচার বৈধতা দিবে বা দেওয়ার জন্য সুযোগ করে দিবে ।

নিঃসন্দেহে সমকামিতা বিকৃত মস্তিষ্কের ব্যক্তিদের নিয়ে গঠিত হয়, সুতারাং তারা সুস্থ না । সুতারাং স্বাভাবিক ভাবেই মানুষিক অসুস্থ ব্যক্তিদের রাস্তায় এভাবে আন্দোলন করতে দেওয়া উচিত নয় ।

দেশে বাকস্বাধীনতা আছে বিধায় রাস্তা ঘটে সব ধরনের আন্দোলন এর বৈধতা দেওয়াটাও বোকামি ।

একটি মুসলিম দেশে তে এই ধরনের কালচার, সত্যি হতাশা জনক ।

©বখতিয়ার

One response to “সমতা নয় বরং ন্যায্যতা প্রয়োজন ।”

  1. Khadija Avatar
    Khadija

    Exact Point

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *